
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের নিমিত্তে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমন্বয়কারী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন। কোর্স পরিচালনাকারী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া এবং উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, আমরা তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নকে বিজ্ঞাপনমুক্ত দেখতে চাই, আপনারা অপ্রাপ্ত বয়স্ক কাহারও নিকট সিগারেট বিক্রয় করবেন না। সকল পাবলিক পরিবহনে ও পাবলিক প্লেসে ধূমপান থেকে বিরত থাকবেন। নইলে আইন বাস্তবায়নকারী হিসাবে কাউকে ছাড় দেওয়া হবে না। ধূমপানের মাধ্যমে যুবকেরা মাদক নেশায় আসক্ত হচ্ছে।
বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, আমাদের ঘর থেকে সিগারেট ও নেশাজাত দ্রব্য গ্রহণের বিরুদ্ধে সচেতন হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক কাহারও নিকট কোন সিগারেট বিক্রয় করলে আমরা তাকে পুলিশের মাধ্যমে ম্যাজিষ্ট্রেট বরাবর প্রেরণ করবো। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। নইলে আমরা কেউই নেশার ভয়াবহ থাবা থেকে বাঁচতে পারবো না। মতবিনিময় শেষে তামাক নিয়ন্ত্রণ আইন সংক্রান্ত লিফলেট, স্টিকার ও পোষ্টার বিলি করা হয়।