
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২২, ৪:৩২ পি.এম
ঠাকুরগাঁওয়ে আদিবাসিদের বিক্ষোভ মানববন্ধন ও স্বারকলিপি

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
১৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ঠাকুরগাঁওয়ে আদিবাসিরা বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে। আজ বুধবার দুপুরে জাতীয় আদিবাসি জেলা শাখার উদ্যোগে এ কর্মসুচি পালন করেন তারা।
১৬ দফা দাবি বাস্তবায়নে জেলা সদরের গোবিন্দনগর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। এসময় জাতীয় আদিবাসি জেলা শাখার নেতারা অভিযোগ বলেন, সাংবিধানিক সীকৃতি, পৃথক মন্ত্রনালয়, ভুমি কমিশন গঠনসহ মৌলিক অধিকারগুলো আজও বাস্তবায়ন হয়নি।
উল্টো স্থানীয় ক্ষমতাশীল নেতা ও জনপ্রতিনিধিরা আদিবাসিদের জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর পাশাপাশি হুমকি প্রদান করে আসছে। শুধু তাই নয় ক্ষমতাশীল নেতা সমীর দত্ত এর মদদে তরিকুল ইসলাম বিপু ১১ জন আদবাসি যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাদের হাত থেকে রেহাই পাওয়াসহ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে আদিবাসিদের ১৬ দফা দাবি ও মৌলিক অধিকার বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানান।
কর্মসুচিতে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসি পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেস্টা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান চৌধুরী, জেলা শাখার সভাপতি যাকোব খালকো, সুবাস কুজুর, ডমিটিক তিগ্যা, বিষ্ণু মূর্মুসহ অনেকে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।