কামরুজ্জামান শাহীন, ভোলা॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মোটিটেম্পুর ধাক্কায় আহত আবুল হোসেন খলিফা (৭৫) নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবুল হোসেন খলিফা উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ২ নং ওয়ার্ডের মৃত ছেলাম উল্লাহ খানের ছেলে।
এর আগে মঙ্গলবার বেলা ২ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কলমী ব্রীজের উপর আঞ্জুর হাট থেকে আসা দ্রুতগামী মালবাহী একটি মোটিটেম্পু বৃদ্ধ আবুল হোসেন খলিফকে ধাক্কা দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং বিকেলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলীত মালবাহী মোটিটেম্পুটি আটক করা হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]