মোঃ রেজাউল করিম, নাটোর প্রতিনিধি
নাটোরে ডিসি অফিস ঘেরাও করে আদিবাসী জনগোষ্ঠির মানববন্ধন। নাটোরে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান ও পৃথক মন্ত্রনালয় গঠনসহ ১৬ দফা দাবীতে মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাওয়ের পর মানববন্ধন ও সমাবেশ করে আদিবাসী জনগোষ্ঠি। পরে তারা তাদের ১৬ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি ডিসির কাছে পেশ করে।
নাটোর জেলা আদিবাসী পরিষদের ব্যানারে প্রায় কয়েকশ আদিবাসী জনগোষ্ঠি বুধবার (১৮ মে) বেলা ১১টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী এসব কর্মসুচী পালন করে। তারা শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের অফিসের সামনে অবস্থান নেয়।
এসময় তারা সেখানে বিক্ষোভ ও মানববন্ধনসহ সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন জেলা আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ লাড়কা, সাধারন সম্পাদক কালিদাস রায় মুন্ডা, আদিবাসী পরিষদ নেতা রামপ্রসাদ মাহাতো, মহেশ হৈমন্ত প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি পেশ করে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]