
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২২, ৮:১৬ এ.এম
দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৮৮ পিস ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কোরপাই সরকার বাড়ির সামনে থেকে প্রাইভেট কার আটক করে ২৮৮ পিছ ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানান বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম বুধবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রাইভেট কার দিয়ে মাদক পাচার হচ্ছে। এসময় ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে এস আই রাজিব চৌধুরী, এ এস আই মোঃ জহিরুল হক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মোকাম ইউনিয়ন এর ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কোরপাই বাজার এলাকায় অবস্থান নেন। এসময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কোরপাই ইউট্রানে প্রাইভেট কার ঘুরিয়ে কোরপাই সরকার বাড়ির সামনে ঢুকে গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ দ্রুত গিয়ে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৫-৩৬৮৩) তল্লাশি চালিয়ে ২৮৮ পিছ ফেন্সিডিল উদ্ধার করে এবং প্রাইভেট কার টি পুলিশ ফাঁড়ি নিয়ে আসে।
এদিকে খবর পেয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী, ইউপি সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন ও অহিদুর রহমান ঘটনা স্থলে পৌঁছে পুলিশের এ ধরনের ভূমিকাকে প্রশংসা করেন এবং মাদক কে নির্মূল করতে এবং যুব সমাজকে বাচানোর জন্য সাহেব আলী চেয়ারম্যান আহবান জানান।
এঘটনায় বুধবার রাতে বুড়িচং থানার মাদক আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।