প্রেস বিজ্ঞপ্তি
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাঙ্গলকোট থানার মামলা নং-১, তারিখঃ ০৬/০৩/১৯৯৯ইং, ধারা-৩৯৫/৩৯৭ দন্ডবিধি এর অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত দুধর্ষ ডাকাতি মামলার এক আসামী বিগত ২৩ বছর ধরে ছদ্যবেশ ধারণ করে বিভিন্ন স্থানে পলাতক আছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬ আসামীর অবস্থান সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে। দীর্ঘদিন তথ্য সংগ্রহের পর তার অবস্থান পিরোজপুর সদর থানা এলাকায় পাওয়া যায় এবং সে সর্বশেষ স্বর্ণকার পরিচয়ে দীর্ঘদিন ধরে সেখানেই অবস্থান করছিল বলে গোয়েন্দা দল নিশ্চিত করে। অতঃপর আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ১৮ মে ২০২২ তারিখ ১৬.১০ ঘটিকার সময় পিরোজপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রিপন কুমার সাহা @ দিপু সাহা, পিতা-মৃত নিত্যন নন্দ সাহা, সাং-সেনের বাজার সাহাপাড়া, থানা-রুপসা, জেলা-খুলনা,কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উক্ত সাজাপ্রাপ্ত আসামী’কে কেএমপি খুলনার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]