
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২২, ৬:১০ পি.এম
খানসামায় চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মোঃ আজিজার রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ আজ ১৯ মে ২০২২ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় খানসামা উপজেলা প্রসাশনের সভাকক্ষে খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে মনোনয়ন জমাদানকারী চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্বাস আরেফীন।
মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক, খানসামা থানা ইনচার্জ কামাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির ও ব্যাংক-বীমার প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।