
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২২, ১১:৩৭ পি.এম
আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে জবি কর্তৃপক্ষের শোক প্রকাশ

মিলন হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন।
(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে এ শোকবার্তা প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং সাহিত্যিক জনাব আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত এবং তার আত্মার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
এছাড়াও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল banglaralonewsbd@gmail.com সিভি পাঠান: dainikbarisalerpran@gmail.com
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।