
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২২, ৫:২৩ পি.এম
নেত্রকোণায় ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধিঃ জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ও লেখক হায়দার জাহান চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, কামাল হোসেন, আনিসুর রহমানসহ আরো অনেকে। মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে বক্তারা ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান।
এছাড়াও অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ঘোষনা দেন তারা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।