মঠবাড়িয়া প্রতিনিধি : দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কে এম লতীফ ইনস্টিটিউশনের এসএসসি-৯৯ ব্যাচের গেট টুগেদার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর (বাউবি) ক্যাম্পাসে বন্ধন-৯৯ নামে এ গেট টুগেদার অনুষ্ঠিত হয়। মিলন মেলায় পিরোজপুরের মঠবাড়িয়া ঐতিহ্যবাহী কে এম লতীফ ইনস্টিটিউশনের ১৯৯৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রায় অর্ধশতাধিক বন্ধুরা অংশ নেয়।
দীর্ঘ ২৩ বছর পরে ৯৯ ব্যাচের বন্ধুরা একত্রিত হওয়ায় উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয় বাউবি ক্যাম্পাস জুড়ে। ছোট্টবেলার স্মৃতিচারণ করতে গিয়ে কেউ কেউ এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ যেন ভালবাসার এক বহিঃপ্রকাশ। দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠানে আড্ডা, আলাপচারিতা, ফটোসেসন শেষে মিনি ক্রিকেট টুনামেন্ট, ফুটবল, মোড়কযুদ্ধ ও একক অভিনয় প্রদর্শনী হয়। বিকেলে মতবিনিময় শেষে নাচ, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে গেট টুগেদারের সমাপ্তি ঘটে। গেট টুগেদারে স্পন্সর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ কায়েস বিন রহমান ও ডঃ মোঃ শহিদুর রহমান, সোনালী ব্যাংক এর কর্মকর্তা মোঃ টুকু সহ সবাইকে মিলন মেলায় উপস্থিত বন্ধুরা আন্তুরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কায়েস বিন রহমান ও ডঃ শহিদুর রহমান জানান, ছোট বেলায় এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্কুলে গিয়েছি, খেলা করেছি, বড় হয়েছি। আজ ২৩ বছর পরে আমার ক্যাম্পাসে বন্ধুদের নিয়ে এমন একটা মিলন মেলায় একত্রিত হতে পেরেছি এযেন ঈদের পরে নতুন করে ঈদের খুশি পেলাম। প্রতিবছর এভাবেই প্রাণের বন্ধুরা মিলিত হবার ইচ্ছে রাখি। এতে করে বন্ধুত্বের বন্ধন আরো মজবুত হবে বলে বিশ্বাস করি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]