প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর রামপুরা এলাকা হতে শরীয়তপুর জেলার পালং মডেল থানার আলোচিত চিতলীয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সভাপতি আঃ কুদ্দুস বেপারী হত্যা মামলার প্রধান আসামী সোহান হাওলাদার ও তার ০৪ জন সহযোগীসহ মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, হত্যাকারী, চাঞ্চল্যকর অভিযান এবং ধর্ষক ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে, শরীয়তপুর জেলার পালং থানার মামলা নং-০১, তারিখ-০৪/০৫/২০২২,ধারা-১৪৩/১৪৭/
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, পূর্ব শত্রæতার জের ধরে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ০৩/০৫/২০২২ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় তারা আঃ কুদ্দুস বেপারীকে রামদা, রড, বাশের লাঠি, হকিষ্টিক দ্বারা হত্যার উদ্দেশ্যে এলোপাতারি মারধর করে। তখন আঃ কুদ্দুস বেপারী তার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আঃ কুদ্দুস বেপারীর মৃত্যু নিশ্চিত ভেবে তারা ঘটনাস্থল হতে চলে যায় এবং হুমকি প্রদান করে যে, এই ব্যাপারে যদি কোন মামলা মোকাদ্দমা করা হয় তাহলে তাদের জীবন শেষ করে লাশ গুম করে ফেলবে। পরবর্তীতে উপস্থিত লোকজন ভিকটিমকে দ্রæত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীরা তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম, পিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]