
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২২, ৬:২৭ পি.এম
কাউখালী উপজেলায় মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নান্না মিয়া
গাজী এনামুল হক লিটন, নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার আইরণ জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা, আর্থিক শৃঙ্খলা ও চারিত্রিক দিক সহ বিভিন্ন গুনাবলী বিবেচনা করে তাকে নির্বাচিত করা হয়েছে।
মোঃ নান্না মিয়া ভান্ডারিয়া উপজেলার চিঙ্গুরিয়া গ্রামের মৃত. সফিজ উদ্দিন হাওলাদারের পুত্র।
২০১৬ সালে আইরন জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।এর আগে তিনি চিঙ্গুরিয়া এন আই এইচ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
শিক্ষা জীবনে প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া কৃতিত্বের সাথে এম এ ডিগ্রী অর্জন করেন।পেশাগত দক্ষতার জন্য তিনি বিএড ও এমএড কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি ২০১১ সালে এলএলবি পাশ করেন।তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সহকর্মী, ম্যানেজিং কমিটি,শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলেই আনন্দিত।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।