সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন দেওয়ানচক এলাকা থেকে ২,৪১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: গ্রেফতার-১
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব- ৯, ইসলামপুর ক্যাম্প, সিলেট একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২,৪১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ইসলামপুর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল ২৬ মে ২০২২ ইং তারিখ ২১৪৫ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন দেওয়ানচক গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তল্লাশীকালে ২,৪১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট জেলার জকিগঞ্জ থানার গঙ্গাজল এলাকার বাসিন্দা মৃত হাজী আব্দুন নুর এর ছেলে কমরুল হক (৪৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত ইয়াবা ব্যবসায়ী নিত্যনতুন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করত। সংগ্রহকৃত ইয়াবা ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]