
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৫:৫০ পি.এম
সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি দুলাল ও সম্পাদক রুবেল

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি দুলাল হোসেন মন্ডল সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৯ মে) দুপুরে কামারখন্দ প্রেসক্লাবের সভাকক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সঞ্চালনায় প্রথম অধিবেশনে আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রেসক্লাবের সদস্যদের ভোটগ্রহণ হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭জন। তারা হলেন-(১) সহ-সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের ড. এম এ সবুর, (২) সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের ইয়াছিন কবীর, (৩) সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের নতুন সময়ের রাইসুল ইসলাম রিপন (৪) দপ্তর, প্রচার ও অর্থ বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের আশিক সরকার, (৫) সাহিত্য, পাঠাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আজকের পত্রিকার আব্দুল্লাহ আল মারুফ, (৬) কার্যকরী সদস্য পদে দৈনিক যমুনা প্রবাহের গোলাম কিবরিয়া, (৭) দৈনিক মুক্ত খবরের আব্দুর রাজ্জাক রাজ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।