
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৭:২১ পি.এম
নেত্রকোণায় প্রাণহানি কমাতে বজ্রপাত নিরোধক সর্তক সংকেত যন্ত্র স্থাপনের দাবীতে জনউদ্যোগের মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার হাওর অঞ্চলসহ সকল উপজেলায় বজ্রপাতে প্রাণহানি কমাতে বজ্রপাত নিরোধক সর্তক সংকেত যন্ত্র (ই এস ই এ টি) স্থাপনের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘আর নয় বজ্রপাতে মৃত্যু’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও যুব ফোরাম নেত্রকোণা রবিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বজ্রপাতে মৃত্যুর চিত্র তুলে ধরে বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসাধারণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রতিটি উপজেলায় বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জনউদ্যোগের সভাপতি লেখক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক আলপনা বেগম, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ রায়হান ও জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।