ভান্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়ায় রাবেয়া নামে ১৪ বছরের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যু কিশোরীর মা পারভিন বেগমের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি রাতে রাবেয়াকে তার স্বামী আব্দুল্লাহ (২৫) খাবারে জন্য কেক এনে খেতে দিলে রাবেয়া সেই কেক কিছু অংশ খাওয়ার পরে কেকের ভিতরে কাল কাল কিছু দেখতে পেয়ে কেক ফেলে দেয় । এর কিছুক্ষন পর রাবেয়ার বমি শুরু হয়।
পরের দিন গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ১১ টার দিকে রাবেয়ার স্বামী আব্দুল্লাহ তাকে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা যায়, নিহত রাবেয়ার স্বামী বাড়ি উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামে। কিন্তু রাবেয়া ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নানা বাড়ি বসবাস করত।
তার বাবার বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। গত ৭ মাস পূর্বে আব্দুল্লাহ এর সাথে রাবেয়ার বিবাহ হয়। এ দিকে রাবেয়ার মৃত্যুর খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ রাবেয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে বলে ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো: মেহেদী হাসান জনান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]