
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৫:৪৭ পি.এম
পিরোজপুরের কৃতি সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল নক্ষত্র মঈন

গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
আলহামদুলিল্লাহ
হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (পারা: ২, সূরা-২ বাকারা, আয়াত: ১৫৩)।
অভিনন্দন, পিরোজপুরের কৃতি সন্তান।।
জীবনে কি পেয়েছেন অবিরাম এই আফসোস না করে ধৈর্য ও সালাতের মাধ্যমে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করুন। প্রচেষ্টা অব্যাহত রাখুন। আপনি যদি সত্যিকার অর্থে কিছু পেতে চান সে অনুযায়ী কাজ করুন। আমার বিশ্বাস, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না।
আমাদের সকলের জন্মদাতা বাবা, গর্ভধারনী মা এবং আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা Abdullah Ruhel এর প্রতি যিনি আমাদের ভালোবাসার মঈনকে এক যুগেরও বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে শুধু সাহায্য করে যাচ্ছেন।
আল্লাহ পাক রব্বুল আলামীন অনেক বড় কিছু দিয়েছেন স্নেহের মঈনকে (Green card from ISSB)। কখনও যেন পথভ্রষ্ট না হও আমরা সবাই দোয়া করছি। ভালোবাসা অভিরাম। আমার আত্মবিশ্বাস ছিলো আমার মঈন একদিন সাফল্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ, হয়েছে, হবে, অভিনন্দন, মানুষের সেবায় এগিয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামীন তোমাকে নেক হায়াত দান করুন, তুমি পিরোজপুরের কৃতি সন্তান, তুমি শুধু আমাদের গর্ব নয়, সারা বাংলাদেশের মানুষের গর্ব। জাতি তোমার মতো, তোমাদের মতো মানুষের আশা করছে। তুমি বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল নক্ষত্র। শুভ কামনা রইলো স্নেহের মঈন।
আলহামদুলিল্লাহ
শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রিয় ছোট ভাই এর প্রতি। তুমি আমাদের পিরোজপুর জেলা তথা বরিশাল বিভাগের মুখ উজ্জ্বল করার জন্য। তুমি শুধু পিরোজপুর ও বরিশালের উজ্জ্বল নক্ষত্র নয়, তুমি বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। তোমার প্রতি আমরা ঋণী হয়ে রইলাম। তোমার অক্লান্ত পরিশ্রম আজ স্বার্থক হয়েছে। আগামীর পথ চলা সুন্দর ও স্বার্থক হোক। দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখুন এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করো এই প্রত্যাশাই করি। আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক বড় করুক। আমিন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।