
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৭:৫৪ পি.এম
খানসামায় উপ-নির্বাচনে জমজমাট প্রচারণা,ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

মোঃ আজিজার রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপনির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এখানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাটে,বাজারে, চায়ের দোকানে এমনকি ভোটারের বাড়িতে গিয়ে তারা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গ্রামে গ্রামে উন্নয়নমূলক কথা বলে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। ১৭৯.৭২ বর্গকিলোমিটার এবং ৬ টি ইউনিয়ন পরিষদ,ও ৫৭টি গ্রাম নিয়ে খানসামা উপজেলা পরিষদ গঠিত। এখানে ১ লাখ ৩৫ হাজার ৮১ জন ভোটার রয়েছে।
প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারী অসুস্থতাজনিত কারনে খানসামা উপজেলা চেয়ারম্যান মো. আবু হাতেমের মৃত্যুতে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য হয়। শূন্যে থাকা এই গুরুত্বপূর্ণ পথটি পুনরায় সচল রাখতেই আগামী ১৫ জুন (বুধবার) এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আর সেই নির্বাচনে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন, (নৌকা) প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী লায়ন,(আনারস) প্রতীকের সতন্ত্র প্রার্থী দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, (মোটরসাইকেল) প্রতীকের সতন্ত্র প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান ও (উড়োজাহাজ) প্রতীকের সতন্ত্র প্রার্থী--গোয়ালডিহি ইউপি'র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আব্বাস আরেফিন।
সাধারণ ভোটাররা জানান, উপনির্বাচন হলেও প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহের কমতি নেই। প্রতিদিনই নির্বাচনী এলাকার ৬টি ইউনিয়নেই প্রার্থী ও তাঁদের সমর্থকেরা চষে বেড়াচ্ছেন। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে চারপাশ। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। ভোট প্রার্থনার পাশাপাশি প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররাও তাঁদের নিয়ে শুরু করেছেন বিচার-বিশ্লেষণ। গ্রামে, হাটে,বাজারে, পাড়া-মহল্লায় চায়ের সঙ্গে গল্প-আড্ডায় আলোচনার কেন্দ্রে রয়েছেন শফিউল আজম চৌধুরী লায়ন,সহিদুজ্জামান শাহ্ ও শরিফুল ইসলাম প্রধান।মূলত এ তিনজনের মধ্যেই মূল লড়াই হবে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।আশা করি সকলের সহযোগিতায় ১৫ জুন (বুধবার) একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।