বাংলাদেশ ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

কোটি ভক্তের হৃদয় জয় করে “তসিবা” এবার আসছেন “স্কুলেতে যাইতে দেয় না” শিরোনামে নতুন চমক নিয়ে৷ 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১৭৪৫ বার পড়া হয়েছে

কোটি ভক্তের হৃদয় জয় করে "তসিবা" এবার আসছেন "স্কুলেতে যাইতে দেয় না" শিরোনামে নতুন চমক নিয়ে৷ 

বিনোদন রিপোর্টঃ
বর্তমান সময়ে  নেটের জগতে ভাইরাল ও সঙ্গীতাঙ্গনে দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগানো  সিলেটের  জনপ্রিয় কণ্ঠশিল্পী “তসিবা বেগম” যার অসাধারণ কন্ঠে “আইলারে নয়া দামান,  শ্রুতি মধুর কন্ঠের পাগলকরা সেই গানে ভক্ত, শ্রোতা মহলে হৈ চৈ,শুরু হয়েছিল, এরই ধারাবাহিকতায় একের পর এক ‘নয়া কইন্যা সহ অসংখ্য জনপ্রিয় গানের এই  আলোচিত ও জননন্দিত কন্ঠশিল্পী “তসিবা” এবার আরেকটি নতুন চমক নিয়ে তিনি হাজির হলেন  দর্শক মহলে আগামী ১লা মার্চ ২০২২ খ্রীঃ মঙ্গলবার তার  অসাধারণ কন্ঠে গাওয়া গানের শিরোনাম হলো “স্কুলেতে যাইতে দেয়না” এই চমৎকার গানটি  মানিক চাঁন ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে  রিলিজ হবে৷ একদম  নতুন চমক হিসেবে তার এই  চমৎকার  গানটি  নিয়ে তিনি আবারে আসছেন,কোটি ভক্ত শ্রোতাদের জন্য নতুন উপহার স্বরূপ, এই গানটি নিয়ে তিনি আশাবাদী তার  দর্শক মহলে এই গানটিও সাড়া জাগাবে৷
সম্প্রতি গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে অপরূপ দৃশ্যায়ন, দৃষ্টি নন্দিত আকর্ষণীয় স্থানে৷ এই গানটিতে অভিনয় করেছেন, জনপ্রিয় মডেল কে জি এফ সেলিম,লাবণ্য ও অন্তরা৷ গানটির কথা লিখেছেন লন্ডন প্রবাসী বরেণ্য  লেথক মানিক চাঁন । সুর করেছেন জনপ্রিয় সুরকার  শিমুল হাসান,সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।
এই গানটি প্রসঙ্গে শিল্পী তসিবা বেগম বলেন, গানটির ব্যতিক্রমী ও অসাধারণ রচণায শুধুই মুগ্ধতার পরশে মনে প্রাণে শ্রোতাদের মধ্যে  সাড়া জাগাবে, আমরা অনেক দায়িত্বশীলতার  মধ্যে দিয়ে গানটির কাজ সম্পন্ন  করেছি। গানটির ভিডিওতে অনেক ভালো অভিনয় করেছেন আমার সহ শিল্পী বৃন্দ। আশা করছি গানটি সবার কাছে  ভালো লাগবে ও গ্রহন যোগ্যতা পাবে। দর্শক মহলে ভালো লাগলে এতেই আমাদের কষ্ট স্বার্থক হবে৷ সবাইকে গানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ তিনি আরো বলেন,দর্শক শ্রোতা হলেন গানের প্রাণ, আমাকে দেশ বিদেশের সকল ভক্ত শ্রোতা বন্ধুরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এতে আমার প্রাণপ্রিয় ভক্ত শ্রোতাদের কাছে আমি  চিরঋণী, তাদের ঋণ কোনোদিন  শোধ করার ক্ষমতা আমার নেই,তবে যতদিন বাঁচবো তাদের জন্য নতুন কিছু উপহার নিয়ে এভাবে আসার চেষ্টা চলবে অবিরাম৷
জনপ্রিয় সংবাদ

জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা

কোটি ভক্তের হৃদয় জয় করে “তসিবা” এবার আসছেন “স্কুলেতে যাইতে দেয় না” শিরোনামে নতুন চমক নিয়ে৷ 

আপডেট সময় ০৩:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
বিনোদন রিপোর্টঃ
বর্তমান সময়ে  নেটের জগতে ভাইরাল ও সঙ্গীতাঙ্গনে দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগানো  সিলেটের  জনপ্রিয় কণ্ঠশিল্পী “তসিবা বেগম” যার অসাধারণ কন্ঠে “আইলারে নয়া দামান,  শ্রুতি মধুর কন্ঠের পাগলকরা সেই গানে ভক্ত, শ্রোতা মহলে হৈ চৈ,শুরু হয়েছিল, এরই ধারাবাহিকতায় একের পর এক ‘নয়া কইন্যা সহ অসংখ্য জনপ্রিয় গানের এই  আলোচিত ও জননন্দিত কন্ঠশিল্পী “তসিবা” এবার আরেকটি নতুন চমক নিয়ে তিনি হাজির হলেন  দর্শক মহলে আগামী ১লা মার্চ ২০২২ খ্রীঃ মঙ্গলবার তার  অসাধারণ কন্ঠে গাওয়া গানের শিরোনাম হলো “স্কুলেতে যাইতে দেয়না” এই চমৎকার গানটি  মানিক চাঁন ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে  রিলিজ হবে৷ একদম  নতুন চমক হিসেবে তার এই  চমৎকার  গানটি  নিয়ে তিনি আবারে আসছেন,কোটি ভক্ত শ্রোতাদের জন্য নতুন উপহার স্বরূপ, এই গানটি নিয়ে তিনি আশাবাদী তার  দর্শক মহলে এই গানটিও সাড়া জাগাবে৷
সম্প্রতি গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে অপরূপ দৃশ্যায়ন, দৃষ্টি নন্দিত আকর্ষণীয় স্থানে৷ এই গানটিতে অভিনয় করেছেন, জনপ্রিয় মডেল কে জি এফ সেলিম,লাবণ্য ও অন্তরা৷ গানটির কথা লিখেছেন লন্ডন প্রবাসী বরেণ্য  লেথক মানিক চাঁন । সুর করেছেন জনপ্রিয় সুরকার  শিমুল হাসান,সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।
এই গানটি প্রসঙ্গে শিল্পী তসিবা বেগম বলেন, গানটির ব্যতিক্রমী ও অসাধারণ রচণায শুধুই মুগ্ধতার পরশে মনে প্রাণে শ্রোতাদের মধ্যে  সাড়া জাগাবে, আমরা অনেক দায়িত্বশীলতার  মধ্যে দিয়ে গানটির কাজ সম্পন্ন  করেছি। গানটির ভিডিওতে অনেক ভালো অভিনয় করেছেন আমার সহ শিল্পী বৃন্দ। আশা করছি গানটি সবার কাছে  ভালো লাগবে ও গ্রহন যোগ্যতা পাবে। দর্শক মহলে ভালো লাগলে এতেই আমাদের কষ্ট স্বার্থক হবে৷ সবাইকে গানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ তিনি আরো বলেন,দর্শক শ্রোতা হলেন গানের প্রাণ, আমাকে দেশ বিদেশের সকল ভক্ত শ্রোতা বন্ধুরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এতে আমার প্রাণপ্রিয় ভক্ত শ্রোতাদের কাছে আমি  চিরঋণী, তাদের ঋণ কোনোদিন  শোধ করার ক্ষমতা আমার নেই,তবে যতদিন বাঁচবো তাদের জন্য নতুন কিছু উপহার নিয়ে এভাবে আসার চেষ্টা চলবে অবিরাম৷