
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় ১০ উপজেলা ও ৪টি পৌরসভার ৩৮৪টি টিকাদান কেন্দ্রে একযোগে চলছে গণ টিকাদান কার্যক্রম।
আজ সকালে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া।
সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মানুষজন স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণের জন্য টিকাদান কেন্দ্রগুলোতে আসছেন।
এ পর্যন্ত সারা জেলায় ১ডোজ, ২য় ডোজ ও ৩য় ডোজ (বুস্টার) মিলে মোট টিকা প্রদান করা হয়েছে ২৭ লাখ ২৬ হাজার ৭৮৩ টি।