
মো: সোহেল আহমেদ দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর হেরিং বন্ড (এইচবিবি) করণ প্রকল্প অর্থবছর ২০২১-২০২২ইং প্যাকেজ নং W224DDMHBB-01 এর প্রকল্প ৫০০ মিটার রাস্তা নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর উত্তর পার্শ্বে হাফেজ খানের বাড়ি হইতে বড়তলা পাকা রাস্তা পর্যন্ত উদ্বোধন করেন দেলদুয়ার – নাগরপুরের মাটি, ও মানুষের নেতা জননেতা আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু -এমপি (দেলদুয়ার – নাগরপুর), এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা ভূমি অফিসার মো: ইমরান খান
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক, সহ – সভাপতি বাবু এস প্রতাপ মুকুল, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দগণ।