
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১.৮ কেজি গাঁজাসহ ০২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
শুক্রবার(২৫ ফেব্রুয়ারী) রাত ৮.১৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন চাঁন্দাইকোনা বাইপাস মোড়স্থ জমজম হোটেলের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১.৮(এগার দশমিক আট) কেজি গাঁজাসহ ০২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহার করা ০২ টি মোবাইল ফোন এবং নগদ ১৮০০/-(এক হাজার আটশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন – ১। মোঃ মিলন মজুমদার রতন(৩০) (নওমুসলিম), পিতা-শ্রী জানু মজুমদার, সাং-ইকুরিয়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ২। মোঃ রোমান কাজী(১৯), পিতা-মোঃ বজলু কাজী, সাং-বাগড়া কাজীবাড়ী, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।