
শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর বেলাবতে এসএসসি ২০২০ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় বেলাবরের জনপ্রিয় অনলাইন গ্রুপ “চলো গড়ি বেলাব” ও বেলাব সরকারী প্রাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত বিদ্যালয়ের ৪৪ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চল গড়ি বেলাব অনলাইন গ্রুপের এডমিন লন্ডন প্রবাসী মোঃ মারুফ আলম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ,গ্রুপটির এডমিন প্যানেলের সদস্য তানভীর আহমেদ,আতিকুর ইসলাম খোকন, সোহরাব হোসেন,আওয়ামীলীগ নেতা সুজন মাহমুদ,শিক্ষক,অভিভাবক ও বিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যায়নরত শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও চলো গড়ি বেলাব অনলাইন গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট ও মরণব্যাধী জটিল রোগে আক্রান্ত উপজেলার বাজনাব গ্রামের বাসিন্দা রিয়েন সরকারের লেখা “আমার আমি” নামে একটি করে বই তুলে দেয়া হয়। উল্লেখ্য যে,বেলাব গ্রামের তানভীর আহমেদ নামে এক তরুন দুই বছর আগে উপজেলার বিভিন্ন এলাকার যুবকদের নিয়ে “চলো গড়ি বেলাব”নামে অনলাইন গ্রুপ গঠন করে গ্রুপের মাধ্যমে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড করে আসছে।