শেখ আবদুল্লাহ,
আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি:
আনোয়ারায় উপ নির্বাচন নৌকার জয়, ৫ স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ছাড়া ভোট, প্রার্থীর জামানত বাতিল চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।
বুধবার (১৫ জুন) দিনব্যাপী চলা ভোট কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকের আজিজুল হক চৌধুরী ৮ হাজার ৫২০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ আলী (আনারস) পেয়েছেন ১১৮ ভোট।
এদিকে নির্বাচনে কম ভোট পাওয়ায় ৫ স্বতন্ত্র প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
সরেজমিনে দেখা যায়, প্রতি কেন্দ্রে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের এজেন্ট থাকলেও সকাল থেকে দেখা মিলেনি ৫ স্বতন্ত্র প্রার্থী মো. আলী চৌধুরী (আনারস), নাজিম উদ্দীন সুজন (মোটরসাইকেল), হাসান জিয়াউল ইসলাম চৌধুরী (ঘোড়া), শেখ মো. নাজিম উদ্দীন (টেলিফোন), আবদুল মালেক মানিকের (চশমা) এজেন্টদের।
এছাড়াও সকাল থেকে দু'য়েকটি কেন্দ্রে অল্পসংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ঘণ্টাখানেক পর প্রায় প্রতিটা কেন্দ্র ফাঁকা হয়ে যায়।
প্রিজাইডিং অফিসাররা জানান, নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া আর কোন প্রার্থীর এজেন্ট ছিল না।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]