
রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৩ দিন পর মো, আমিনুর (৩২)নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে মরাদেহ উদ্ধার করা হয়।নিহত আমিনুর ওই এলাকার মৃত হাসেম আলীর ছেলে।
নিহতের বড় ভাই শাহীন জানান,গত ২৩ ফেব্রুয়ারী রাতে বাড়ির লোকজনের সাথে অভিমান করে চলে যায় আমিনুর।আর বাড়ি আসে নি।শনিবার দুপুরে বাড়ির পাশে নদীতে কচুরিপানার নিচে একটি মরাদেহ দেখতে পায় স্থানীয়রা।পরে ঘটনাস্থলে গিয়ে আমিনুরের মরাদেহ সনাক্ত করি।আমিনুর নেশাগ্রস্থ ও মানসিক অসুস্থ ছিলো।
এঘটনায় সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা,রেজাউল হক এবং ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন।সহকারি পুলিশ সুপার মোহা,রেজাউল হক বলেন,সুরতহাল রিপোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরাদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রিপোট পেলেই জানা যাবে মৃত্যুর কারণ।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।