প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর কদমতলী, শাহবাগ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকা হতে মোবাইল চোর চক্রের ১০ জন গ্রেফতার: বিপুল পরিমান চোরাই মোবাইল, সীম ও নগদ টাকা উদ্ধার।
https://youtu.be/ev6dHG1PXMs
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। একদল সংঘবদ্ধ অসাধু দূস্কৃতিকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন আধুনিক মডেলের এনড্রয়েড মোবাইল বিভিন্ন জায়গায় বিক্রি করছে। পরবর্তীতে এ সমস্ত মোবাইল গুলোই অপরাধীরা ক্রয় করে জঙ্গি কার্যক্রম, অপহরন, হত্যা, গুম, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিরাপদ অবলম্বন হিসেবে ব্যবহার করে থাকে, যা সাধারণ জনগনের জানমালের নিরাপত্তার জন্য ব্যাপক হুমকিস্বরুপ।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোবাইল চোর সিন্ডিকেট চক্র রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ মোবাইল কেনা-বেচার বানিজ্য নিয়ে তৎপর রয়েছে এবং এসব মোবাইল ফোন বিভিন্ন মার্কেটের সামনে ভাসমান দোকানে গোপনে বিক্রি করে আসছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান হতে চুরি এবং ছিনতাইকৃত মোবাইল ফোনের ছিনতাইকারী চক্র সুকৌশলে নানা সিন্ডিকেট হোতার সাথে যোগসাজশে এসব চোরাই মুঠোফোন কেনা-বেচায় জড়িত রয়েছে।
এরই প্রেক্ষিতে র্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর কদমতলী, শাহবাগ এবং নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন এলাকায় ১৮/০৬/২০২২ তারিখ রাতে অভিযান পরিচালনা করে মোবাইল চোরচক্রের সদস্য ১। মোঃ রাসেল (৩১), সাং-মোর্সেদগাঁও, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, ২। মোঃ ফরহাদ হোসেন (২৮), সাং-শিকিরচর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৩। মোঃ আশরাফুল ইসলাম (৪৮), সাং-দক্ষিণ চকযদু, ওয়ার্ড-৫, থানা-দামোরহাট, জেলা-নওগাঁ, ৪। মোঃ আবুল কাশেম (২৮), সাং-লডহাডিজ, থানা-লালমোহন, জেলা-ভোলা, ৫। মোঃ মিলন (৪৮), সাং- ভোদারচর, থানা ও জেলা-মুন্সিগঞ্জ, ৬। মোঃ সুলতান (২৭), সাং-বিক্রমপুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ৭। মোঃরাজু (৩০), সাং-খেজুরতলী, থানা-লক্ষীপুর, জেলা-লক্ষীপুর, ৮। মোঃ তৈয়ব আলী (৪০), সাং-বিক্রমপুর, থানা-শ্রী-নগর, জেলা-মুন্সিগঞ্জ, ৯। শাওন ফকির (২১), সাং-সাবেক কমলপুর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর এবং ১০। মোঃ নাদিম (৩৫), সাং- বিক্রমপুর, থানা-শ্রী-নগর, জেলা-মুন্সিগঞ্জদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত অভিযান সমূহে গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে টাচ মোবাইল ১৪৭ টি, বাটন মোবাইল ২৯১ টি, ট্যাব ০২ টি, সীমকার্ড ০২ টি এবং নগদ ৩৫,৩২০/-টাকা উদ্ধার করা হয়।
[caption id="attachment_31825" align="aligncenter" width="652"] আসামীদের নিকট হতে টাচ মোবাইল ১৪৭ টি, বাটন মোবাইল ২৯১ টি, ট্যাব ০২ টি, সীমকার্ড ০২ টি এবং নগদ ৩৫,৩২০/-টাকা উদ্ধার করা হয়।[/caption]
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মূলত ছিনতাই/চোরাইকৃত মোবাইল ফোনসমূহ অল্প দামে ক্রয় করে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করে। ধৃত আসামীরা প্রত্যেকেই মুঠোফোন ছিনতাই/চোর চক্রের সদস্য এবং চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।
https://youtu.be/LnPu4BuIH7A
ছিনতাইকারীদের প্রধান টার্গেট থাকে পথচারীদের মোবাইল। এসব মোবাইল স্বল্পদামে চোরাই মোবাইল কারবারিদের নিকট বিক্রি করে থাকে। এছাড়াও এসব মোবাইল স্বল্প আয়ের গ্রাহকদের নিকট বিক্রি করে থাকে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ডাকাতিকৃত, ছিনতাইকৃত ও চোরাইমাল বিক্রি ও হেফাজতে রাখা আমলযোগ্য অপরাধ। দীর্ঘদিন যাবৎ ধৃত আসামীরা নির্বিঘেœ নির্ভয়ে চোরাই মোবাইলের অবৈধ ব্যবসা করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম (বার)
পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]