
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২২, ৬:৫০ পি.এম
সিরাজগঞ্জে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারকে র্যাংক ব্যাজ পরালেন -জেলা পুলিশ সুপার

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে
সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।
আজ মঙ্গলবার (২১ জুন) সিরাজগঞ্জ জেলায় কর্মরত মোঃ শাহীনুর কবির, সহকারি পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র্যাংক ব্যাজ পরিয়ে দেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব হাসিবুল আলম, বিপিএম। এ সময় পদোন্নতি প্রাপ্তকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সিরাজগঞ্জসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।