
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ১১:২৫ পি.এম
নাটোরে রাস্তায় নিম্নমানে ইট ও খোয়া ব্যবহারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের সিংড়া চৌগ্রাম বাসস্ট্যান্ড থেকে নিমাকদমা বাজার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তা সংস্কার কাজে নিম্ন মানের ইট ও খোয়া ব্যবহারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টার দিকে নিমাকদমা বাজারে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
জানা যায়, চৌগ্রাম থেকে নিমাকদমা বাজার পর্যন্ত এই সাড়ে ৪ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ২কোটি ৭ লক্ষ টাকা। কিন্তু রাস্তা সংস্কার কাজে নিম্ন মানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ করেছে এলাকাবাসী।
মানববন্ধনে আব্দুর রাজ্জাক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়হান সরদার, আব্দুল বারিক, আবু বক্কর সিদ্দিক, গোলাম ফারুক সিরাজুল ইসলাম সুমন।
ঠিকাদার জামিল হোসেন মিলন বলেন, আমার অজান্তে প্রথম দিকে কিছু নিম্ন মানের ইট ও খোয়া ব্যবহার হয়েছিলো। সেই পিকেট ভাটা মালিক দিয়েছিলো। পরে তা পরিবর্তন করে ভালো মানের ইট ও খোয়া আনাা হয়েছে।
সিংড়া উপজেলা প্রকৌশল প্রকৌশলী হাসান আলী বলেন, চৌগ্রাম থেকে নিমাকদমা বাজার পর্যন্ত রাস্তার কাজের অনিয়ম হচ্ছে এমন অভিযোগ অনেকবার পেয়েছি অভিযোগ যাচাই করে সত্যতা মিলেছে এজন্য ঠিকাদার যেন এই নিম্ন মানের কাজ করে বিল না পায় এই মর্মে ঐ ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।