
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২২, ৮:৫৮ পি.এম
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে পরিবেশ রক্ষায় অনুমোদন বিহীন অবৈধ সীসা তৈরীর কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
২৬ জুন রোববার দুপুরে ওই এলাকার শত শত নারী, পুরুষ ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়।
এ সময় উজ্জল সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সরকার, আবুল কাশেম, পথশিশু সংগঠক নয়ন হাওলাদার, সাবেক মেম্বার আব্দুর রউফ, হাফিজ উদ্দিন, আবুল বাশার, শাজাহান খন্দকার সহ অন্যরা।
এলাকাবাসীর দাবী একটাই আমরা আমাদের এলাকায় অবৈধ সীসা কারখানা চাইনা, প্রশাসনের কাছে দাবী একটাই আমরা অবৈধ সীসা কারখানা বন্ধ দেখতে চাই। সীসা কারখানা পরিবেশ দুষন করে এবং এটি বিষক্রীয়ার মত মানুষের শরীরে প্রবেশ করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কাজেই আমরা এই এলাকায় অবৈধ সীসা কারখানা চাইনা।
এসময় বক্তারা ভুমি দস্যু রশিদ সরকারের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। তারা বলেন, কৃষি বান্ধব এলাকায় কেমন করে অবৈধ সীসা কারখানা আমরা কোন ভাবেই মেনে নিবোনা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।