ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শতবছরের পুরাতন খাল ভরাট করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের তারুয়া দক্ষিণপাড়া গ্রামের খাল পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের কৃষক ফজলুল হক, জসীম মিয়া, হিরন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
https://youtu.be/uphiuVavjXY
এ সময় বক্তারা বলেন, তারুয়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শতবছরের প্রাচীন খালটি ভরাট করে আশ্রয় প্রকল্পের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। এতে এলাকার প্রায় শতাধিক কৃষকের পাঁচশ কানি ধানিজমি চাষাবাদ ব্যহত হবে।
বক্তরা আরো বলেন, আমরা আশ্রয়প্রকল্পের বিরোধী নয়। তবে কৃষকের স্বার্থ বিবেচনা করে প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিতে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]