কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলায় আগমন উপলক্ষে বরিশাল রেঞ্জের মানবিক পুলিশের ডিআইজি এস এম আকতারুজ্জানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (২৯ জুন) বিকেলে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তাকে এ ফুলের শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]