
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২২, ৮:৪৫ পি.এম
মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের শুভেচ্ছা বিনিময়

হিরক খান, মেহেরপুর
মেহেরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড বাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে নবনির্বাচিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সালাম ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ বিকাল ৪ টার সময় চার নং ওয়ার্ড পৌর কলেজ পাড়াই তিনি সকল শ্রেণীর পেশার মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আপনারা সকলেই আমাকে ভালোবেসে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমি সব সময় পৌরবাসীদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে বলবেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের কাছে সহযোগিতা পৌঁছে দেব।
চার নম্বর ওয়ার্ড বাসী মাথায় হাত দিয়ে তার জন্য দোয়া করে শুভেচ্ছা গ্রহণ করেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।