
হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জ জেলা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরতলী ধুলিয়াখাল তেমুনিয়ার বাসিন্দা আবদাল মিয়ার বাসা থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আবদাল মিয়া। প্রকৃত মালামালের রয়েছে দা, তীর ধনুক, কাটাতার, রড, টিউবওয়েল, টিন, লোহার পাইপ, গাড়ি চাকা, পাওয়ার টিলার এর যন্ত্রাংশ সহ আরো বিভিন্ন জিনিস।
রাত ৭ টার দিকে এস আই শুভ্র এবং এস আই উৎসবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিচালনা করে প্রায় ২ লক্ষাধিক টাকার চোরাই মালামাল জব্দ করা হয়। পুলিশ ও এলাকাবাসী দাবি কোটি টাকার সম্পদ থাকলেও আবদাল এসব চুরি ছেসরামি ছাড়তে পারছেন না । মাস ফুরালে আবার দোকান বাড়ি ভাড়া বাবদ ৩০/৪০ হাজার টাকা আয়।এই জন্য অনেকে আবদালকে অভাবে নয় স্বভাবের চোর বলে আখ্যাতি দিয়েছেন