ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্ত করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জের ফিরোজ মিয়া সরকারি কলেজের শিক্ষক- শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ শেষে কলেজের সামনে আশুগঞ্জ-আড়াইসিধা-তালশহর- ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক শামছুল আলম শাহীন, সহকারি অধ্যাপক নাজমা বেগম, প্রভাষক গোলাম মাওলা প্রমুখ।
সমাবেশে বক্তারা সম্প্রতি শিক্ষকদের উপর ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের জন্য সরকারের কাছে দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]