
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২২, ১০:১৬ পি.এম
ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় সংবর্ধনা

মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা শুদ্ধাচার চর্চায় (২০২১-২২) জেলা পর্য্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মেদ। মানপত্র পাঠ করেন সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাছান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইসমাইল হাছান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এণামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন হাছান, জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, তথ্য আপা মুনিরা বেগম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ।
অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অফিসার্স ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।