
লেখক মোঃ কামাল হোসেন
মোঃ পারভেজ হাসান পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি
গ্রামে গিয়ে সকালবেলা
শুনবো পাখির গান
ঝরা ফুল কুড়িয়ে মালা
গাঁথবো দুইখান।
একটি আমি গলায় দেবো
আরেকটি দেবো মাকে
হাঁস মুরগি দেখবো আমি
সেথায় ঝাঁকে ঝাঁকে।
গরু ছাগল দেখবো সেথা
কেমন করে থাকে
কেমন করে পশু-পাখি
তাদের মাকে ডাকে।
গ্রামে খাবো নদীর মাছ
ছোট কিংবা বড়
শাক সবজি খাবো সেথা
টটকা অধিকতর।
নিজের হাতে খাবো পেড়ে
দেশি ফল যতো
মেঠো পথে হাঁটবো যে ভাই
নিজের ইচ্ছে মতো।
দাদির হাতের পিঠা খাবো
অনেক মজা হবে
তোমরা যদি খেতে চাও
গ্রামে চলো তবে।