
মোঃ আব্দুল্লাহ বুড়িচং প্রতিনিধিঃ
২৭ফেব্রুয়ারি রোববার কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে ৯ টি স্কুল কলেজ ও মাদ্রাসার ১২- ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকার ২য় ডোজ এবং সাধারণ জনগনের মাঝে মর্ডানা, সিনোব্যাগ ও সিনোর্ফাম টীকার ১ ম ডোজ প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠুর দিকনির্দেশনা উপজেলা বিভিন্ন ইউনিয়নে ১৫ টি টিম গঠন করা হয়।
ডাঃ মীর হোসেন মিঠু বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ৯ টি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের টিকার ২য় ডোজ এবং বিভিন্ন ইউনিয়নে টীকার টিম গঠন করা হয়েছে। ফাইজার, মর্ডানা ও সিনোব্যাগ, সিনোর্ফাম প্রায় ৫হাজার শিক্ষার্থী ও সাধারণ জনগনের মাঝে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টীকার ১ম ও ২য় ডোজ প্রদান করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান তিনি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কে লাইনে দাঁড়িয়ে টিকার ২য় ডোজ প্রদান করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ০৫ জন স্বাস্থ্য সহকারী এবং ০৫ নার্স শিক্ষার্থীদের ফাইজার টীকা প্রদান করেন।
উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রভাষক এবং মাদ্রাসার সুপার, সহকারী শিক্ষক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী বৃন্দ।