
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২২, ২:৪৬ পি.এম
নেত্রকোণায় সাভারের শিক্ষক হত্যার সঠিক বিচারের দাবিতে শিক্ষকবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ শিক্ষক হত্যা ও শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে নেত্রকোণায় শিক্ষকবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌথ উদ্যাগে সাভারে শিক্ষক হত্যার সঠিক বিচারের দাবিতে শিক্ষকবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান করীর সাজু ও সাধারণ সম্পাদক কায়সুল আজম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রকোণা জেলা শাখার সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক আবু জাহিদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক পুলকেশ সরকার অপু, নেত্রকোণা সদর উপজেলা শাখার সভাপতি শাহনাজ পারভীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, খালিয়াজুরী উপজেলা শাখার দেলোয়ার হোসেন, পূর্বধলা উপজেলা শাখার আব্দুল মজিদসহ জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান কবীর সাজু ও সাধারণ সম্পাদক কায়সুল আজম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রকোণা জেলা শাখার সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক আবু জাহিদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক পুলকেশ সরকার অপু, নেত্রকোণা সদর উপজেলা শাখার সভাপতি শাহনাজ পারভীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, খালিয়াজুরী উপজেলা শাখার দেলোয়ার হোসেন, পূর্বধলা উপজেলা শাখার আব্দুল মজিদসহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।