
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২২, ১০:৪৬ পি.এম
নবীগঞ্জের দীঘলবাকে মাদক, জুয়া, সুদ, ঘুষ, ও অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত৷

হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ গড়তে যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জোয়া, সুদ, ঘুষ ও সমাজের নানান অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের যুব সমাজ কর্তৃক আয়োজিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র নর্থপ্যাড চৌরাস্তায় ২৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায়, এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ দীঘলবাক ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহব্বায়ক ও ৩নং ওয়ার্ডের মেম্বার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও আবু সুফিয়ান জুনেদ এর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাযাত করেন, ক্বারী মুজিবুর রহমান৷
এতে বক্তব্য রাখেন, দীঘলবাক ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার মিয়া, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম, মুজিবুর রহমান, ২নং ওয়ার্ড মেম্বার রুহেল মিয়া, ৪নং ওয়ার্ড মেম্বার সোহান মিয়া, ১নং ওয়ার্ড মেম্বার আমিরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী দবির মিয়া, সাবেক মেম্বার তালেব উদ্দীন, সাবেক মেম্বার নইমুদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুর রহিম, ইউপি যুবলীগের আহ্বায়ক ছালিক মিয়া, ৪নং ইউপি স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক সাংবাদিক আলী হোসেন,
যুবলীগ নেতা হাফিজ তোফাজ্জুল হোসেন, শৈলেন আহমেদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
বক্তব্যতারা বলেন দীঘলবাক ইউনিয়ন থেকে মাদক, জুয়া, সুদ, ঘুষ, ও অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে ইউনিয়ন বাসীসহ আমরা এখন স্বোচ্ছার ও ঐক্যবদ্ধ হয়েছি। এতে প্রশাসনের সহযোগীতা ও সুদৃষ্টি কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।