
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২০১৫ সালের ৮ জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৭ বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন উপলক্ষে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে ব্যানার পোস্টারে সজ্জিত সিরাজগঞ্জ। গাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোডাউনও করেছেন প্রার্থীরা।
প্রার্থীরা জেলা, উপজেলায় সভা, সমাবেশ, করে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করছেন।
সম্মেলনের মাধ্যমে জেলার নেতৃত্বে তথা সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়েই সরব নেতা কর্মীরা।
সম্মেলনের সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন। এরা হলেন- সভাপতি পদ প্রার্থী বর্তমান জেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তি যোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা
এ্যাড. আব্দুর রহমান পিপি।
সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা হলেন- বর্তমান ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামলীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব মো: সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ কে পাবেন, তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বেশি আলোচনা চলছে। দুটি পদে ৯জন আলোচনায় রয়েছেন।
তাঁদের মধ্যে সভাপতি পদের ‘হেভিওয়েট’ প্রার্থী বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। এ ছাড়া আরও আলোচনার রয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসানসহ বেশ ক’জন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বেশি আলোচনায় আছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরি। এ ছাড়া আরও আলোচনায় জেলা আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমূখ।