
বেল্লাল হোসেন বাবু, নাটোর:
নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক আরমিছ আলী নিহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৫.৩০ মিনিটে নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার জামতলী বাজার ও রনবাঘা বাজারের মাঝখানে বাঁশের ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আরমিছ আলী, সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধামাইছ গাড়ী গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আশা ব্যাটারীচালিত একটি ধান বোঝাই অটোভ্যান নিয়ন্ত্রণ হাড়িয়ে যাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়ে অটোভ্যান চালক আরমিছ আলী(৩৯) ঘটনাস্থলেই মারা যায়। গ্রামবাসী জানায়, নিহত আরমিছ আলী পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন,সে ইটালী ইউনিয়নের তুলাপাড়া বাশবাড়িয়া গ্রাম থেকে ধান বোঝাই করে রনবাঘা হাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রেজওয়ানুন ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক টির সন্ধান এখনো পাওয়া যায় নাই, বিষয়টি জানার পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল ও নিহত বেক্তির নিজ বাড়ি পরিদর্শন করেছেন, নিহত বেক্তির পরিবার ও আত্তিয়-স্বজনের অনুরোধে লাশটি দাফন করার জন্য হস্তান্তর করা হয়েছে।