
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ৪২ তম বিসিএস এর নব নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের যোগদান উপলক্ষে
সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদারসহ ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আরো জানা যায়, সহকারী সার্জন ও সংযুক্ত হিসেবে নব নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের নাম হলো, ডা.তাশনীমুর রহমান, ডা.সাবরিনা আল-আজাদ, ডা.এ জেড এম আদনান, ডা.আবসারী জামান, ডা.মঞ্জুরুল ইসলাম, ডা.সারোয়ার হোসেন রনি ও নরোত্তম দেবনাথ।