
শাহিন রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে টিউবওয়েল, ল্যাট্রিন, হাত ধোয়ার উপকরণ, নারী বান্ধব গোসলখানা, দ্বি-প্লাটফর্ম বিশিষ্ট টিউবওয়েল, নারী বান্ধব স্কুল ল্যাট্রিন স্থাপনের স্থায়িত্বশীল ওয়াশ অবকাঠামোর তালিকা স্থানীয় সরকার প্রতিনিধিদের কাছে তালিকা হস্তান্তর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দাঁতভাঙ্গা ইউপির প্যালেন চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বন্দবেড় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, গণউন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারি মো. মুনীর হোসেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, রৌমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মিজানুর রহমান, যাদুরচর ইউপির সংরক্ষিত সদস্য বিলকিছ আক্তার, দাঁতভাঙ্গা ইউপি সদস্য জাকির হোসেন, বন্দবেড় ইউপি সদস্য আক্কাস আলী প্রমূখ।
আলোচনা শেষে উপজেলার যাদুর চর, দাঁতভাঙ্গা ও বন্দবেড় ইউনিয়নের জনপ্রতিনিধিদের হাতে রিকল ২০২১ প্রকল্প কর্তৃক স্থাপিত টিউবওয়েল, ল্যাট্রিন, হাত ধোয়ার উপকরন, নারী বান্ধব গোসলখানা , দ্বি-প্লাটর্ফম বিশিষ্ট টিউবওয়েল, নারী বান্ধব স্কুল ল্যাট্রিনের তালিকা হস্তান্তর করা হয়।