
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২২, ১১:৩৬ পি.এম
ধর্মপাশায় মাদক সম্রাট ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শহীদুল ইসলাম শাহীন,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চিহ্নিত মাদকক সম্রাট, কিশোর গ্যাং ও তাদের সহযোগী এবং আশ্রয়দাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ধর্মপাশা নাগরিক কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহবায়ক ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক আযহারুল ইসলাম দিদার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন শাহ, ধর্মপাশা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাদেক আহমেদ, বাদশাগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক হাফিজুর রহমান, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আফজাল পিকে, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। গত ১২ জুলাই ধর্মপাশা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধর্মপাশা গ্রামবাসী স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিদের সাথে মতবিনিময় করে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।