
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২২, ৩:৫৩ পি.এম
সেরা মৎস্য চাষীর পুরস্কার পেলো সোনাগাজীর নাছির উদ্দিন অপু

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজীতে সেরা মৎস্য চাষীর পুরষ্কার পেলো ইত্তেফাক মৎস্য প্রকল্পের চেয়ারম্যান নাছির উদ্দিন অপু। মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে সফলতা অর্জন করায় তিনি এই পুরষ্কার পেয়েছেন।
২৪ জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন, সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন।
নাছির উদ্দিন অপু ছাড়াও মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা উৎপাদনে এম আর হ্যাচারীর মালিক মহিউদ্দিন আহমেদ ও সোনাগাজী এগ্রো ফিসারিজ এর মালিক তাসলিমা কাওসার কে সফল মৎস্য চাষীর পুরষ্কার প্রদান করা হয়।
দুগ্ধ খামার খাতে বিশেষ অবদানের জন্য নাছির উদ্দিন অপু ২০২০ সালে সোনাগাজী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে উপজেলার সেরা দুগ্ধ খামারী হিসেবে পুরস্কৃত হন।
নাছির উদ্দিন অপু ইত্তেফাক মৎস্য প্রকল্প ছাড়া, ইত্তেফাক ডেইরী ফার্ম, মা ও মাটি নার্সারীর পরিচালক । এছাড়াও তিনি সোনাগাজী উপজেলা ডেইরী এসোসিয়েশানের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।