
মুলাদী প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মুলাদী উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আঃ বারী, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান, সহকারী কমিশনার ভুমি রিয়াজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ খান, উপজেলা প.প কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ, সরকারী মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার, গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষন এনায়েত হোসেন, সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা, শিক্ষক নেতা এস এম কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন, সাংবাদিক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।