
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২২, ৭:৫০ পি.এম
জয় বাংলা” জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ব্রাহ্মণপাড়ায় আনন্দ র্যালী
![]()
"জয় বাংলা" বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আনন্দ মিছিল করে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার। গতকাল ২৮ ফেব্রুয়ারি সকালে কলেজ কমপ্লেক্স থেকে এ আনন্দ মিছিল ও র্যালী বের করা হয়। এসময় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উক্ত আনন্দ মিছিল ও র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আলোর ফেরিওয়ালা, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী উপস্থিত থেকে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন। এসময় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন,সহকারী অধ্যাপক মানস কুমার রায়, প্রভাষক নেছার আহম্মেদ, প্রভাষক বশির আহম্মেদ ভূইয়া, প্রভাষক শহিদুল ইসলাম, হুমায়ন কবির, প্রভাষক লিপি সরকার, শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে "জয় বাংলা"কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। দু'একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে "জয় বাংলা" স্লোগান ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালে জাতীয় সংসদে "জয় বাংলা" কে জাতীয় স্লোগান করার প্রথম প্রস্তাব উত্থাপন করে ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাবেক সাংসদ প্রয়াত এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল banglaralonewsbd@gmail.com সিভি পাঠান: dainikbarisalerpran@gmail.com
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।