রুবেল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষাথী ঐক্য পরিষদ জেলা শাখার সদস্য ও ঠাকুরগাঁও রিভার ভিউ বি এম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মুন্না ও তার বড় ভাই সুমন আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহর চৌরাস্তায় বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে ঘন্টা ব্যাপ এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীর ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান বাঁধন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি টিংকু রায়, শিক্ষাথী ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রিংকু রায়, বিএম কলেজের শিক্ষার্থী শাবানা পুতুল, লামিয়া খাতুন, মামলার বাদী মোস্তফা সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করা হয়েছে এখন পর্যন্ত আসামিরা ঘোরাফেরা করছে। মুন্না এবং তার পরিবারকে ভয়-ভীতি দেখাচ্ছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ ভুক্তভোগীর পরিবার।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]