
মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ৭৬ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১লা মার্চ) ভোররাতে সদর উপজেলার রসুলপুর এলাকায় মেসার্স সবুর এন্ড কোং এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঝুগিয়ার মজিবর মোল্লার ছেলে সেলিম (৩৩), বরগুনার আমতলী উপজেলার সোনাখালীর মৃত আঃ গনি হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩৪) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকরাইলের মৃত হোসেন আলীর ছেলে সিদ্দিক আলী (৪৭)।
মঙ্গলবার সকালে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১লা মার্চ) রাত ০৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন রসুলপুর এলাকার মেসার্স সবুর এন্ড কোং এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৪০ হাজার টাকা।
ওই সময় তাদের কাছ থেকে ১টি কাভার্ডভ্যান, ৪ টি মোবাইল, ৪ টি সিমকার্ড এবং নগদ ৯,৯৬৫ টাকা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানযোগে সীমান্তবর্তী জেলা হতে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।