
নাদিম আহমেদ অনিক,স্টাফ রিপোর্টার-
নওগাঁর মহাদেবপুরে ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে চৌমাসিয়া নওহাটা ফাঁড়ি পুলিশ।
সোমবার (২৮ফেব্রয়ারি) রাত্রি সাড়ে ৯ টায় মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া পাহান পাড়া বিপুল পাহান (২৫) নামের এক যুবকের কাছে থেকে ১৬ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করেন। বিপুল পাহানের তথ্য মতে মহাদেবপুর উপজেলা ধনজইলের বাজারের সিহাব ঔষধ ফার্মেসীর ঔষধ ব্যবসায়ী ইমরান হোসেন(৩৫) এর দোকান থেকে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
চৌমাসিয়া পাহান গ্রামের রবি পাহানের ছেলের বিপুল পাহান (২৫) এবং সিহাব ফার্মেসি মালিক খোশলবাড়ি গ্রামের খাদেমুল ইসলামের ছেলে ইমরান হোসেন(৩৫)।
এই বিষয়ে চৌমাসিয়া নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই জিয়াউর রহমান (জিয়া) জানান, গোপন তথ্য ভিত্তিতে আমি এবং ফোর্স সহ চৌমাসিয়া পাহান পাড়া বিপুল পাহানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পাহানের কাছে থেকে ১৬ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত আসামীর দেওয়া তথ্য মতে মহাদেবপুর উপজেলার ধনজইল বাজার সিহাব ফার্মেসী হেত ঔষুষ ব্যবসায়ী ইমরান(৩৫) কে ৪০ পিচ ট্যাপেন্টাডল সহ একই তারিখ ২২.৫০ ঘটিকায় তার ওষুধের দোকান হতে আটক করা হয়।
উক্ত আসামিদের বিরুদ্ধে আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এজাহার দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।